পদাশ্রিত নির্দেশক

Academic Level :

Course Name : বাংলা ভাষার ব্যাকরণ

1 :

ন্যাকামিটা এখন রাখো'- বাক্যে 'ন্যাকামি' শব্দের সাথে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

2 :

বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

3 :

এক যে ছিল রাজা'- এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?

4 :

যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?

5 :

কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

6 :

সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি'- এখানে 'সারাটি' কোন অর্থ প্রকাশ করেছে?

7 :

নির্দেশক সর্বনাম'- এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?

8 :

আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি'- এ বাক্যে 'খানি' পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

9 :

নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?

10 :

বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়-