Academic Level :
Course Name : বাংলা ভাষার ব্যাকরণ
কাটিতে কাটিতে ধান এল বরষা'- এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে কোন ক্রিয়া অনুপস্থিত থাকে?
গঠন অনুযায়ী সমাপিকা ক্রিয়া কত প্রকারের হতে পারে?
বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হলে তাকে কী বলে?
কোন বাক্যে অসমান কর্তা রয়েছে?
সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল'- এখানে 'সূর্য' কোন ধরনের কর্তা?
কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?
কথাটা ছড়িয়ে পড়েছে'- যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়?
সমাপিকা ক্রিয়া গঠিত হয়-